গুরুদাসপুর সংবাদদাতা.
নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের বামনবাড়িয়া গ্রামে হাসিনুর (১৮) ও হাসান (১৫)
কে অ্যাসিড নিক্ষেপের অপরাধে একই গ্রামের আলতাফ (৪০) নামের এক বখাটের বিরুদ্ধে নাটোর অ্যাসিড
অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা হয়েছে।
মামলার নথি ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, বামনবাড়িয়া গ্রামের আফছার মন্ডলের ছেলে আফতাব উদ্দিন ৩০
জুলাই শনিবার গভীর রাতে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের বজলুর রহমানের দুই ছেলে হাসিনুর ও
হাসানকে ঘুমন্ত অবস্থায় ঘরের জ্বানালা দিয়ে অ্যাসিড নিক্ষেপ করে দৌড়ে পালিয়ে যায়। এতে দুই
সহোদরের মুখমন্ডল সহ শরীরের বিভিন্ন অংশ পুরে যায়। তাদের আর্তচিৎকারে লোকজন ছুটে এসে উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। সপ্তাহ ধরে চিকিৎসার পর দুই সহোদর কিছুটা সুস্থ্য হলে হাসিনুর
অ্যাসিড নিক্ষেপকারী বখাটে আফতাবের বিরুদ্ধে নাটোর অ্যাসিড অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের
করেন। #