সোহেল রানা,(হিলি)দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুর জেলার ঘোডাঘাট উপজেলায়
বৃহস্পতিবার সাপের কামড়ে এক স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটে।সে ঘোডাঘাট
উপজেলার গবিন্দপুর(মালোপাড়ার) মিলন পাহাড়ীর ছেলে নয়ন পাহাড়ি (১০)।নিহতের
মা জানান,বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ির পাশে শ্যালো মেসিনে
গোসল করতে যায় এসময় তাকে একটি বিষাক্ত সাপ কামড় দেয় সে বাড়িতে এসে বললে
আমরা চিকিৎসার জন্য অনেক চেষ্টা করি।কিন্তু অবশেষে তাকে বাচাঁতে পারিনি।