ঝালকাঠি সংবাদদাতাঃ-দৈনিক যায়যায়দিন ও বাংলাদেশ বাণী পত্রিকার রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা সাংবাদিক আবু সায়েম আকনের সুস্থ্যতায় সকলের দোয়া কামনা করেছেন রাজাপুর সাংবাদিক ক্লাবের সদস্যবৃন্দ ও তার পরিবারের সদস্যরা। সায়েম কয়েক দিন ধরে বাম পায়ের হাটুতে ব্যাথা জনিত রোগে আক্রান্ত হন। গতকাল বুধবার রাত ২টার দিকে ঢাকায় জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালে তার হাটুতে অস্ত্রপাচার করা হয়। বর্তমানে ওই হাসপাতালের ৩১৪ নম্বর কেবিনে তিনি চিকিৎসাধীন রয়েছেন। সায়েম দৈনিক নয়াদিগন্ত পত্রিকার ক্রাইম রিপোর্টার আবু সালেহ আকনের ছোট ভাই। আবু সালেহ আকন জানান, আবু সায়েমের হাটুর ব্যাথা বেড়ে যাওয়ায় তাকে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালে নিলে ডাক্তর তার বাম পায়ের হাটুতে অস্ত্রপাচার করেন। সফল অস্ত্রপাচার শেষে আবু সায়েম এখন কিছুটা সুস্থ্য। সায়েম যাহাতে দ্রুত সুস্থ্য হয়ে সবার মাঝে ফিরে আসতে পারে সেজন্য সাংবাদিক আবু সালেহ আকন ও রাজাপুর সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা রহিম রেজা সকলের কাছে দোয়া কামনা করেছেন।