সোমবার, ০৬ মে ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রিয়াদ-হৃদয়ের ব্যাটে চড়ে সহজ জয় টাইগারদের প্রবাস ফেরত স্ত্রীকে হত্যার পর রক্তাক্ত দা নিয়ে থানায় স্বামী পুড়ছে সুন্দরবন : সর্বশেষ যা জানাল ফায়ার সার্ভিস কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচনে ওবায়দুল কাদেরের ছোট ভাইয়ের মনোনয়ন বাতিল আল জাজিরার ব্যুরো অফিসে ইসরায়েলি পুলিশের অভিযান ১৫০ উপজেলায় ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, ১০ জেলায় সতর্কতা জারি গুগলকে তিন হাজার কনটেন্ট সরাতে অনুরোধ বাংলাদেশের মুফতি মাহাদী হাসান সাভার উপজেলা পরিষদ নির্বাচনে নিরব ভোট বিপ্লবে বিজয়ী হওয়ার আশাবাদী রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাকিবুল হাসান মাসুদ

দিনমুজুরের ছেলে ফখরুল আজ বিসিএস ক্যাডার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮
  • ৪৮৯ বার পড়া হয়েছে

 

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ফখরুল আলম। দরিদ্র পরিবারে
জন্ম। পিতা ছিলেন দিনমুজুর। মা গৃহিনী। চার ভাই বোনের মধ্যে সে
মেজো। ভাঙ্গাচোরা মাটির ঘরেই বসবাস ছিল তাদের। অভাবের সংসারে
অন্যের কাপড় চোপড় ও বই খাতা চেয়ে লেখাপড়া করেছেন। ঘরে পড়ার জন্য
চেয়ার-টেবিল ছিলনা, নতুন কাপড় চোপড় ছিল স্বপ্নের মতো।
অর্ধাহারে অনাহারে ঘরে মাটির মেঝেতে বসে লেখা পড়া করতেন।
মেঝেতে বসে লেখাপড়া করায়, ঘারে ব্যাথা হয়ে যাওয়ায় ষাট টাকা
দিয়ে একটি চেয়ার কিনে দিয়ে ছিলেন দিনমুজুর পিতা।
দারিদ্রতাকে জয় করে অদম্য এ যুবক মা বাবার মুখে হাসি
ফুটিয়েছেন আজ। ৩৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশকৃত
ফখরুল আলম এখন বিসিএস ক্যাডার।
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা কালাদহ ইউনিয়নের বিদ্যানন্দ
গ্রামের হতদরিদ্র ফজলুল হকের তিন কন্যা ও এক পুত্র সন্তানের মধ্যে
ফকরুল আলম মেজো। দারিদ্রতার অভিশাপে জর্জরিত পরিবারটির স্বপ্ন
ছিল সু-শিক্ষায় শিক্ষিত করবে পুত্রকে। ছোট মেয়ে সোমা আক্তারকে
এসএসসি পাশ করিয়ে অভাবের তাড়নায় লেখাপড়া বন্ধ করে দেন।
আশেপাশের মানুষের সহযোগীতা ও মা-বাবা দিনে একবেলা খেয়ে
ছেলের লেখাপড়ার খরচ যুগিয়েছেন।
সরেজমিন দেখাযায় ফকরুল আলমের দারিদ্র পরিবারে স্বাক্ষী ভাঙ্গাচোরা
সেই মাটির ঘরটি, যে ঘরেতেই লেখাপড়া করেছেন তিনি। দারিদ্রতাকে
জয় করা ভাগ্যবান ফকরুল আলম বলেন, ‘১৭ বছর বয়স পর্যন্ত আমার ভাঙ্গা
ঘরে কোন দরজা ছিলনা, বাঁশের বেতি (মাচা) দিয়ে ঘরের দরজা বানিয়ে
দিয়েছেন আব্বা। যে ঘরের দরজা নেই, সে ঘরে চেয়ার টেবিলে বসে
লেখা পড়া ছিল স্বপ্নের মতো। কালাদহ জনতা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ
শ্রেণিতে প্রথম স্কুলে যাবার দিন অন্যের বাড়ি থেকে একটি লুঙ্গি
চেয়ে এনে দিয়েছিল আম্মা, সেই লুঙ্গি পরে প্রতিদিন প্রায় দুই
কিলোমিটার হেটে স্কুলে গিয়েছি।
আশেপাশের অনেকেই আব্বাকে বলতেন ‘মানুষের কাজ করে ছেলেকে
লেখাপড়া করিয়ে কি করবে, গার্মেন্টসে তা না হলে কারও দোকানে
দিয়ে দিতে পার, কিছুটা হলেও সংসারের কাজে আসবে, আব্বা কারও
কথা শুনেননি,অন্যের কাজ করে শরীরের রক্ত পানি করে আমাকে লেখাপড়া
করিয়েছেন। আমি এতটুকো আসার পিছনে সবচাইতে বেশি অবদান

হলো আমার আব্বার। কৃতজ্ঞতা প্রকাশ করছেন, প্রাথমিক বিদ্যালয়,
জনতা উচ্চ বিদ্যালয়, ফুলবাড়ীয়া ডিগ্রী কলেজ ও ঢাকা
বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক, সহপাঠী বন্ধু ও এলাকাবাসীর প্রতি।
শিক্ষা ক্যাডার মোঃ ফখরুল আলম ২০০৩ সালে জনতা উচ্চ বিদ্যালয় থেকে
বিজ্ঞান শাখা থেকে এসএসসি, ২০০৫ সালে ফুলবাড়ীয়া ডিগ্রী
কলেজ থেকে মানবিক শাখা থেকে এইচ,এস,সি ২০০৯ সালে ঢাকা
বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী স্ট্যাডিস অনার্স ও ২০১১ সালে মার্স্টাস
পাশ করেন।


পাশের বাড়ির আবু তাহের বলেন, ফকরুলদের সংসারে খুবই অভাব ছিল,
মেধাবী হওয়ায় লেখাপড়ার জন্য মাঝে মধ্যেই আমিসহ অনেকেই
অর্থনৈতিক সহযোগীতা করেছি। তার এমন সাফল্যে আমারা
এলাকাবাসী আজ গর্বিত।
ফকরুল আলমের মা মনোয়ারা বেগম বলেন, বাড়িতে হাঁস-মুরগি পালন
করেছি, কোনদিন ছেলেকে একটি ডিম বা মাংস খাওয়াতে পারিনি,
কারন, হাঁস-মুরগি ও ডিম বিক্রি করে ছেলের লেখাপড়ার খরচ
যুগিয়েছি।
ফকরুলের পিতা ফজলুল হক বলেন, অন্যের কাজ করে ছেলেকে লেখাপড়া
করিয়েছি, নতুন কাপড় চোপড় ও বই খাতা ঠিকমতো কিনে দিতে
পারিনি, নিজে ও অন্যের সহযোগীতায় কোনভাবে লেখাপড়ার খরচ
দিয়েছি। ফকরুলের এমন সফলতায় পিতা-মাতা হিসেবে আজ আমাদের
বুক গর্বে ভরে উঠছে। আমাদের প্রত্যাশা ফকরুল যেন দেশ ও দশের জন্য
তার মেধা-মনন উৎসর্গ করবে।
ফুলবাড়ীয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম বলেন, ফখরুল আলম ছিল
দরিদ্র পরিবারে সন্তান। খুবই মেধাবী ও শান্ত প্রকৃতির ছিল, তার এ
সাফল্যে আমাদের বুক ভরে উঠছে, তার চাকুরি ও সার্বিক জীবন
আলোকদ্বীপ্ত হয়ে উঠুক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451