গাজীপুর পতিনিধিঃ
গাজীপুর জেলার শ্রীপুর এলাকার মাওনা চৌরাস্তায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে হোটেল গাধলী ইটারনাশনাল (আবাসিক) থেক ১৩জন নারী-পুরষক আটক করছে শ্রীপুর থানা পুলিশ।
বুধবার দুপুর সাড়ে তিনটার দিকে তাদের আটক করা হয়।
শ্রীপুর থানার উপ-পরিদশক (এসআই) কায়সার আহমদ জানান,স্থানীয় সংবাদকর্মীদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাওনা চরাস্তার গোধ লী ইন্টারনাশনাল নামর আবাসিক হাটল অভিযান চালানা হয়। এসময় অসামাজিক কাযকলাপ লি থাকার অভিযাগ ঝুমকা (২০), সুমি (১৮), সুমি-২ (১৮) ইয়াসমিন (২০), জুবায়দুল (২৫), রানা (১৮), আলী হাসন (৫৫), রানা সরকার (২৫), রইস মালা (৪৫), নাঈম (২২) ক আটক করা হয়।
হোটলর বব’াপক শফিক ঘটনা’ল উপ’িত থাকাসত্ত্বেও রহসজনক কারণ তাক আটক করনি শীপুর থানা পুলিশ।
শীপুর থানার ভারপা কমকতা (ওসি) আসাদুামান জানান, আটককৃতের বিরুদ্ধে মামলা রজু কর জল হাজত পরণ করা হব।
উলখ, উ হাটল ইতিপ ব কয়কবার অভিযান চালানা হয়। অভিযান হাটলটিক সিলগালাসহ জল-জরিমানা করা হয়ছিল।