মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর জেলা প্রতিনিধি,
মঙ্গলবার নাটোরের লালপুর উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষমেলায় নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ ১৪ টি বিদ্যালয়ের ৭শ ছাত্র-ছাত্রীকে আম, লেবু ও আকাশ মনি গাছের চারা প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার নজর”ল ইসলামের সভাপতিত্বে বৃক্ষমেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হার”নর রশিদ পাপ্পু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, গোপালপুর পৌরসভার মেয়র নজরুল ইসলাম মোলাম, লালপুর থানার ওসি আবু ওবায়েদ। অন্যান্যের মধ্যে উপ¯ি’ত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ গোলাম কাওছার, উপজেলা কৃষি অফিসার হাবিবুল ইসলাম খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান প্রমুখ।