বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৯:৩৬ অপরাহ্ন

নোয়াখালীতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নোবিপ্রবিতে জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬
  • ২৯০ বার পড়া হয়েছে

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : দেশব্যাপী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (০১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ে ভিসি ড. এম অহিদুজ্জামান, প্রো-ভিসি, রেজিস্টার, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষার্থীরা অংশগ্রহন নেয়। মানববন্ধনে বক্তারা গুলশান হত্যাকান্ড ও শোলাকিয়ায় হামলার ঘটনার নিন্দা জানিয়ে এসব ঘটনা আর যাতে না ঘটতে পারে সেজন্যে জঙ্গিবাদ-সন্ত্রাস মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় ঐক্য গঠনের দাবি জানান। এছাড়া ও জঙ্গিবাদ সম্পর্কে শিক্ষার্থীদের নিজেদেরকে সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরকেও এর কুফল সম্পর্কে সচেতন করে তোলার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451