বাংলাদেশের ঘরোয়া প্রতিযোগিতা ইদানীং আর জমে না বলে একটা আক্ষেপ ছিল ক্রিকেটাঙ্গনে। আন্তর্জাতিক ক্রিকেট খেলার আধিক্যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের জৌলুস কমে গেছে অনেক আগেই। এবার অবশ্য একটু ভিন্ন আমেজ পাওয়া গেল। দর্শকদের টানতে না পারলেও কর্মকর্তারা ঠিকই এক ধরনের উত্তেজনার ছোঁয়া পেলেন। ১২ দলের এ প্রতিযোগিতার সেরা ছয় দল নিয়ে হবে সুপার লীগ। কিন্তু প্রথম পর্বের ৯ খেলা পর্যন্ত ছয় দলের মাত্র একটি নিশ্চিত হয়। দশম খেলা শেষেও লাইনে ছিল আরো চার দল। আর শেষ রাউন্ডের চার খেলা শেষে ঠিক হলো পাঁচ দল। আরো একটি দল কারা যাবে তা ঠিক হবে আজ শেষ দিনের খেলায়। গতকালই এই প্রশ্নের উত্তর মিলতো কিন্তু ভেজা মাঠের অযুহাতে গাজী গ্রুপ ও ভিক্টোরিয়ার ম্যাচটি আগেই পিছিয়ে দেয়া হয়েছিল। তাই অপেক্ষাটা আরো একটু বেড়েছে। কিন্তু এরই মধ্যে মোহামেডান ক্লাব মিরপুর মাঠে শেখ জামালকে হারিয়ে ৫ম দল হিসেবে নিশ্চিত করে সুপার লীগ। তাই শেষ একটি দলের ভাগ্য নির্ধারণ হবে আজ। গাজী গ্রুপ ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মুখোমুখি হবে ভিক্টোরিয়ার। যদি গাজী জিতে যায় তাহলে তিন দলের জন্য ক্ষীণ সুযোগ থাকবে। আর গাজী হেরে গেলে কলাবাগান ক্রীড়া চক্রের সঙ্গে হেড টু হেডে এগিয়ে থেকে সুপার লীগ নিশ্চিত করবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। গতকাল মোহামেডান ১৪ পযেন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে প্রাইম দোলেশ্বর ও তৃতীয় স্থানে আবাহনী। ১০ খেলায় ১৩ পয়েন্ট নিয়ে ভিক্টোরিয়া ও রূপগঞ্জ আছে চতুর্থ ও পঞ্চম স্থানে।
এ দুই দলের শেষ ম্যাচ আজ। গতকাল রূপগঞ্জের সামনে সুযোগ ছিল ব্রাদার্সকে হারিয়ে শীর্ষে ওঠার। কিন্তু বিকেএসপি-৩ মাঠের উইকেট ভেজা থাকায় সেটি আজ অনুষ্ঠিত হবে। এই ম্যাচে ব্রাদার্স জিতলেও রেলিগেশনের লড়াই থেকে বাঁচতে পারবে না। অন্যদিকে গাজী জিতে গেলে তখন ১২ পয়েন্ট পাওয়া কলাবাগান ক্রীড়া চক্র ও প্রাইম ব্যাংকের মধ্যে হবে সমীকরণের কঠিন লড়াই। প্রথমে হেড টু হেড এরপর দেখা হবে মোস্ট অব দা উইন। এরপর রান রেট। তবে গাজী জিতলে প্রাইম ব্যাংক ও কলাবাগান ক্রীড়া চক্রের বাদ পড়ার সম্ভাবনাই সব চেয়ে বেশি। আর গাজী হেরে গেলে সমীকরণের এই লড়াইটি হবে প্রাইম ব্যাংক ও কলাবাগান ক্রীড়া চক্রের মধ্যে।
আজকের খেলা
ম্যাচ: ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব বনাম গাজী গ্রুপ ক্রিকেটার্স
ভেন্যু: ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম
ম্যাচ: গাজী গ্রুপ ক্রিকেটার্স বনাম ব্রাদার্স ইউনিয়ন
ভেন্যু: বিকেএসপি-৩, সাভার