গোলাম সারোয়ার,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত এলাকার তিলনী গ্রাম থেকে ১১টি ভারতীয় গরু ¯স্থানিয় বিজিবি আটক করেছে ।
বিজিবি আদাতলা কোম্পানী কমান্ডার সুবেদার আবুল কালাম আজাদ জানান, শুক্রবার দিবাগত ভোর ৪ টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমাš- সংলগ্ন তিলনী গ্রামে অভিযান চালিয়ে বিজিবির টহল দল ভারত থেকে চোরা পথে নিয়ে আসা ১১টি গরু আটক করে। আটককৃক ভারতীয় গরু গুলির আনুমানিক বাজার মুল্যে ৮ লক্ষ ৭০ হাজার টাকা। আটক ভারতীয় গরু গুলী যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক পতœীতলা কাস্টমসের মাধ্যমে নিলাম দেওয়া হবে বলে বিজিবি সুত্রে জানাগেছে।