শনিবার, ০৪ মে ২০২৪, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বিয়ের বাজার মন্দাভাব যেকারনে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭
  • ৩৯১ বার পড়া হয়েছে
সলিম উল্ল্যা ,নিজেস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশে ১৬-১৭ কোটি মানুষ এর  বসবাস তার মধ্যে চলিত বছরের হিসাব কশ্লে  দেখা যায় ,বিয়ে সাদি নামে মাত্র হয়েছে , এর জন্য দায়ী ,বেকারক্ত , মেয়েদের উচ্চ শিক্ষিতের হার বেড়ে গেছে , চাকুরীর বাজার  সোনার হরিন এবং পাত্র পাত্রি  পছন্দের ক্ষেত্রে সবাই /উভয় পক্ষের চাহিদা অতিরিক্ত । এমন এক সময় আসবে  বিয়ের বাজার  ও হবে সোনার হরিন । বর কনের গার্ডিয়ান পক্ষরা যে ভাবে বাছা বাছি করে কেহ ছাড় দিতে চায় না ,  বংশ, কর্ম , শিক্ষা ,সুন্দরি , টাকা ওয়ালা ,বাড়ি ওয়ালা ।  যেহেতু একজন বেকার ছেলের কাছে কেহ  মেয়ে বিবাহ দেয় না,  ছেলেরা তো একটা বেকার মেয়ে কে  বিয়ে করে ঘরে আনে । সে জন্য মেয়ে পক্ষ একটু ধনী শ্রেনি হলে ভাল  এবং  ছাড় দেয়া উচিত বর পক্ষ কে ।এই সমস্থ সাইকো সমস্যা দূর না হলে মেয়েরা দিন দিন বয়স্ক হয়ে যাবে ,  ছেলে পক্ষের প্রতি ছাড় দিতে হবে ,যেহেতু একজন পাত্র , এক জন মেয়ের  ভরন পোষণ বহন করা ও তার মরন পর্যন্ত ছেলের  দায় দায়িক্তে থাকা সহজ কথা নহে । মধ্যভিক্ত পরিবারে এই সব সমস্যা বেশি ,কারন  একটু অবস্থা ভাল থাকলে মেয়েরা  অহংকারে নিম্মজিত হয়ে যায় যার জন্য স্বামী সংসার কি তা অনেকের কপালে আর জুটে না  যে মানব দুনিয়াতে সুস্থ সবল থেকে ও সংসার গড়তে পারে নাই সে ই  জগতের অভাগা ছাড়া আর কিছু নয় ।  , এমন এক সময় এসে পোঁছে  যে ছোট পরিবার আসে না ভয়ে , বড় পরিবার আসেনা  অনিহা করে । বয়স্ক ছেলের অভাব এই সমাজে , কারন ছেলেরা সাধারন্ত ৩০ বছরের মধ্যে বিয়ে /শুভ কাজে করে নেয় । আর মেয়ের দের ক্ষেত্রে তা হয় না । মেয়েরা একা সিদ্ধান্ত নিতে পারে না  এই জন্য মাতা পিতা ও অন্যান্য গার্ডিয়ান সময় মত সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে মেয়েদের পক্ষে স্বামী পাওয়া  সন্মবভ নয় ।,  এই জন্য  আজিবন অভিশাপ  গার্ডিয়ান কে  বহন করতে হবে ,কন্যাদায়গ্রস্থ পরিবার হয়ে  থাকবে ,আমাদের দেশে চিরাচরিত কথা আছে  মেয়েরা ২০  কুড়িতে  বুড়ি যার জন্য হিমশিম খেতে হয় ,২৫ বছরের পরে কোন মেয়ে কে  বিয়ে করতে আগ্রহী হয় না  বর পক্ষ । মেয়ের গার্ডিয়ান দের উচিত ছেলের ধর্ম কর্ম শিক্ষা দেখে বিয়ে দেয়া , গাড়ি বাড়ি ছেলের থাকতে হবে এমন চাহিদা থেকে বিরত থাকা বাঞ্ছনীয় , যে ছেলের  শিক্ষা  কর্ম যোগ্য আছে  তার ভবিষ্যৎ উজ্জ্বল আছে । রিজিক এর মালিক আল্লাহ , যার নসিবে যা আছে তাই নিয়ে শুক্রিয়া আদায় করা ,এবং ফরজ কাজ /বিয়ে সাধি করা টা উত্তম । আজকাল আমাদের দেশে  সে সমস্থ কারনে বিয়ে হচ্ছে না তা হল —  অর্থনৈতিক মন্দা , উৎপাদন ক্ষেত্রে ধীরগতি ,কর্মসংস্থান নিম্ম গতি । ব্যবসা বানিজ্যে  অস্থির গতি । আবার  বিচ্ছেদ হচ্ছে , তালাক ।  পারিবারিক কলহ এই সবের জন্য দায়ী  বেশি মেয়েরাই  । প্রত্যেকের নিজস্ব  বিবেক জ্ঞ্যান  বুদ্ধি  দৌয্য কর্ম ছাড়  নমনিয়তা সরলতা  এই সব সুস্থ বণ্টন সুবিবেচনা থাকলে সমাজ থেকে সামাজিক ব্যধি দূর হয়া সনম্বব ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451