ঝালকাঠি সংবাদদাতাঃ-ঝালকাঠির রাজাপুরের বিভিন্ন স্থানের ১৫টি মাধ্যমিক স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে জঙ্গী বিরোধী মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) উপজেলা শাখা। গতকাল শনিবার সকালে ভান্ডারিয়া-বরিশাল আঞ্চলিক মহাসড়কের গালুয়া বাজারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়াও বাংলাদেশ এ প্রতিবাদী শ্লোগানে অনুষ্ঠিত কর্মসূচিতে বিটিএ উপজেলা শাখার সভাপতি মোঃ শাহ আলম হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিটিএ উপজেলা শাখার সেক্রেটারি মোঃ হুমাউন কবির, মোঃ কাজি আব্দুস সবুর, মোঃ জাহাঙ্গীর আকন, মোঃ মবিনুল ইসলাম, মোঃ শাহ জাহান হাওলাদার ও আবু বকর সিদ্দিক প্রমুখ। ঘণ্টাব্যাপি অর্ধ কিলোমিটার সড়কে অনুষ্ঠিত এ কমূসূচিতে উপজেলার বিভিন্ন স্থানের ১৫টি মাধ্যমিক স্কুলের কয়েক শ’ত শিক্ষক ও শিক্ষার্থীর অংশ নেন।