গুরুদাসপুr প্রতিনিধি.
বাল্য বিয়ের তিন মাসের মাথায় নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের শিকারপাড়া গ্রামের খোদাবক্স মন্ডলের ছেলে স্বপন আলী (১৯) তার বাল্য বিবাহিত স্ত্রী নাছিমা খাতুন (১৪) কে পাশবিক নির্যাতন করে হত্যা করেছে। ঘটনার পর থেকে পুলিশি গ্রেফতারের ভয়ে নাছিমার শ্বশুড় বাড়ির সবাই পলাতক রয়েছে।
স্থানীয়রা জানায়, উপজেলার মশিন্দা ইউনিয়নের খোদাবক্স মন্ডলের ছেলে স্বপনের সাথে নাজিরপুর ইউনিয়নের মামুদপুর গ্রামের মাছেম মন্ডলের মেয়ে নাছিমা খাতুনের তিন মাস আগে বাল্য বিয়ে হয়। বিয়ের পর স্বপন তার নববধূকে বাড়িতে রেখে ঢাকা গিয়ে রিক্সা চালায়। মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে ঢাকা থেকে স্বপন বাড়িতে ফিরে স্ত্রী নাছিমার সাথে দাম্পত্য কলহে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সে বেধরক মারপিট ও পাশবিক নির্যাতনের পর রাত ৮টার দিকে নাছিমার মৃত্যু হয়।
স্থানীয় গ্রাম্য ডাক্তার সাইফুল ইসলাম জানান, খোদাবক্স তার পুত্রবধূ নাছিমার চিকিৎসার জন্য তাকে শিকারপুর বাজার থেকে বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে যাওয়ার পূর্বেই মেয়েটি মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার ওসি দিলীপ কুমার দাস জানান, নাছিমার ওপর পাশবিক নির্যাতন সহ তার স্পর্শকাতর স্থানে আঘাত করার ফলে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য নাছিমার শ্বাশুড়ী শুকজানকে থানায় আনা হয়েছে। #