মোঃ আমিনুল ইসলাম ঝালকাঠি সংবাদদাতাঃ-কুড়িতে বুড়ি নয়, বিশের আগে বিয়ে নয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকালে লক্ষীপুরা গ্রামে সিএমইএস(আমুয়া) এর উদ্দ্যেগে বাল্য বিবাহ প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়েছে। মীর আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জনাব সাইদুর রহমান সবুজ প্রধান অতিথি বলেন,বাল্য বিবাহ একটি সাজিক ব্যাধি আমরা এই ব্যাধি থেকে লক্ষীপুরা গ্রামকে বাল্য বিবাহ মুক্ত গ্রাম হিসাবে ঘোষনা করলাম। অরও উপস্থিত ছিলেন হৃদয় মাতুব্বার,সুশিল কুমার দাস,প্রীতি লতা বৈদ্যা প্রমুখ বাল্য বিবাহ প্রতিরোধ নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন সিএমইএস(আমুয়া)ইউনিট অর্গানাইজার আঃ রাজ্জাক, উপস্থিত অভিবাবকগন উপযুক্ত বয়সে ছেরে-মেয়েকে বিয়ে দিবে বলে অঙ্গিকার করেন।
।