সোহেল রানা,(হিলি) প্রতিনিধি:ঐতিহ্যবাহী হাকিমপুর ডিগ্রি কলেজটি দিনাজপুর
জেলার হাকিমপুর উপজেলার সদরে অবিস্থত।কলেজটির ১কিলোমিটার পশ্চিম দিকে
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য,দক্ষিনে জয়পুরহাট জেলার পাচঁবিবি উপজেলা,পূর্বে
দিনাজপুর জেলার ঘোডাঘাট উপজেলা,এবং উওর পাশে বিরামপুর উপজেলা
অবস্থিত।কলেজটি জাতীয়করণের সকল ভৌত অবকাঠামো সুবিধা রয়েছে।বতর্মানে অত্র
প্রতিষ্ঠানে বিঙ্গান শাখা,ব্যবসা শাখা,মানবিক শাখা,ভোকেশনাল শাখাসহ
ডিগ্রি পযর্ন্ত খোলা রয়েছে।প্রথম ধাপে জাতীয়করণ হওয়ার কথা থাকলেও তা
বাস্তবাহিত হয়নি।তারপরও দ্বিতীয় ধাপে জাতীয়করণ হওয়ার আশায় এখনো প্রহর
গুনছে এই কলেজটি।প্রায় দীর্ঘদিন থেকে এলাকাবাসী কলেজটিকে অবিলম্বে
জাতীয়করণের দাবি জানিয়ে আসছে।ইতিমধ্যে স্থানীয় জাতীয় সংসদ সদস্য জনাব
শিবলী সাদিক প্রতিষ্ঠানটিকে জাতীয়করণের দাবিতে এলাকাবাসীর সাথে একাত্বতা
ঘোষনা করছেন।এমতাবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট প্রতিষ্ঠানটিকে
জাতীয়করণ ঘোষনা এবং বাস্তবায়নের দাবি জানিয়েছে এলাকাবাসী।