বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২:৪৩ পূর্বাহ্ন

গুর”দাসপুরে পুত্রবধূ, নাতি ও নাত বৌয়ের আক্রমনে দাদা আহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৫ জুলাই, ২০১৬
  • ২০৯ বার পড়া হয়েছে

গুর”দাসপুর প্রতিনিধি.

নাটোরের গুর”দাসপুর উপজেলার চাঁচকৈড় খলিফাপাড়া গ্রামের হাজী মো. ইদিল প্রাং জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পুত্রবধূ, নাতি ও নাত বৌয়ের হাতে মার খেয়ে গুর”তর আহত হয়ে উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ইদিল প্রাং জানান, প্রায় দেড় বছর পূর্বে তার ছেলে ইয়াসিন আলীর মৃত্যুবরণ করে। রোববার সন্ধ্যে ৬টার দিকে ইয়াসিনের সম্পত্তি তার বিধবা স্ত্রী মালেকা (৪০) ও ছেলে রিপন (২৫) ভাগ করে নিতে চায়। এ সময় হাজী ইদিল প্রাং তাদের ওপর রাগান্বিত হয়ে মারমুখি হয়ে উঠলে পুত্রবধূ মালেকা, নাতী রিপন ও নাত বৌ মুক্তি তার ওপরে চোরাও হয়ে মারপিট করে।

এ ব্যাপারে হাজী ইদিল প্রাং গুর”দাসপুর থানায় ওই তিনজনের বির”দ্ধে মামলা করেছেন। অপরদিকে উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন ইদিল প্রাং এর পুত্রবধূ মালেকা অভিযোগ করেন, শ্বশুড় হাজী ইদিলের ছেলে শহিদুল, মেয়ে খোয়ারপাড়ার নারগিছ ও তার স্বামী রফিকুল ওই গোলযোগের সময় তাকে এবং তার ছেলে ও ছেলের বৌকে বেধরক মারপিট করেছে। এ ব্যাপারে থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। #
 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451