রামগঞ্জ প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর গ্রামে মাদকাসক্ত ছেলে মাকে
ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে জখম করছে। স্থানীয়রা
মুমূর্ষ অবস্থায় মা জাহানারা বেগমকে উদ্ধার করে প্রথমে রামগঞ্জ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্র পরে অবস্থা বেগতিক দেখে ঢাকা
সরোয়াদী মেডিকেল হাসপাতালে ভর্তি করেন।
সূত্রে জানান লামচর গ্রামের নিশির বাড়ীর মৃত হানিফ মিয়ার
ছেলে বুধবার রাত সাড়ে ৯টায় ডিম বাজির বিলম্ব করায় ক্ষীপ্ত হয়ে
ধারালো দা দিয়ে মাকে ১৬টি কুপ দেওয়া হয়। এ সময়ে গুরুতর
আহত হয়ে মা মাটিতে লুটে পড়ে।
এ সংবাদ গ্রামে ছড়িয়ে পড়লে গ্রামে বাসিরা বৃহস্প্রতিবার
সকাল সাড়ে দশটায় ছেলে নিজাম উদ্দিনকে দাওয়া দিয়ে আটক করে
থানা পুলিশের সোপর্দ করেন।
সৃষ্ট ঘটনায় নিজাম উদ্দিনের চাচা গোলাম হোসেন বাদী হয়ে
নিজামউদ্দিনকে আসামী করে থানায় মামলা রুজু করেন।
মামলার বাদী গোলাম হোসেন জানান নিজাম উদ্দিন মাদকাসক্ত
অবস্থায় বাড়ীতে আসেন এবং মাকে বিলম্বে ডিমবাজি করায়
তাকে কুপিয়ে জখম করছে।
মামলার তদন্তকারী পুলিশের উপ-পরিদর্শক জাফর আহম্মদ জানান
অপরাধীর মায়ের অবস্থা আশংকাজনক। আটককৃত নিজাম উদ্দিনকে
কোর্টে সোপর্দ করা হয়েছে।