রামগঞ্জ প্রতিনিধি : রামগঞ্জে জামায়েত শিবিরের দুই ওয়ারেন্ট ভূক্ত আসামী গ্রেফতার।
গত ২৪/০৭/১৬ইং তারিখ অত্র থানার এএসআই মোঃ জামাল উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকা অভিযান চালাইয়া জামায়েত শিবিরের তালিকা ভূক্ত গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী ১। মোঃ সাইফুল ইসলাম (২৪) পিতা-আবুল কাশেম সাং-পশ্চিম শোসালিয়া ২। মোঃ রফিক উদ্দিন ওরফে রাজু (২৫) পিতা-মৃত আঃ সোবাহান সাং-পশ্চিম শোসালিয়া উভয় থানা-রামগঞ্জ জেলা-লক্ষ্মীপুরকে গ্রেফতার করিতে সক্ষম হন। উক্ত আসামীরা নির্বাচনের সময় কেন্দ্র ভাংচুর ও নাশকতা এবং বিস্ফোরক দ্রব্য উপাদানাবলি মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী বিধায় তাহারা দীর্ঘদিন যাবত পলাতক থাকায় অবশেষে এএসআই মোঃ জামাল উদ্দিন উক্ত আসামীদেরকে গ্রেফতার করতে সক্ষম হন। তাহাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।