বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপযাপনের অংশ হিসেবে শনিবার বনপাড়া বাজারে অভিযান চালিয়ে অধিদপ্তরের কর্মকর্তারা প্রায় ১৬ হাজার মিটার দৈর্ঘের ৪ শতাধিক নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা। পরে বনপাড়া বাসস্ট্যান্ড মোড়ে প্রকাশ্যে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোবাশ্বীর হোসেন জানান, মৎস্য সপ্তাহ উপযাপনের ৫ম দিনে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের অনুমতিক্রমে এ অভিযান চালানো হয়। এ সময় মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।