সেলিম হায়দার,তালা
সাতক্ষীরা তালায় অশোক রাহা (৪০) নামের এক ব্যবসায়ী গলায় রশি দিয়ে
আত্মহত্যা করেছে। সে উপজেলার বারুইহাটি গ্রামের সন্তোষ রাহার পুত্র
এবং তালা বাজারের ব্যবসায়ী ছিলেন। তালা থানার উপ-পরিদর্শক শেখ আউয়াল
কবীর বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বুধবার রাতে নিজ ঘরে
আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। এ সময় তার স্ত্রী সুমা রাহা ও
দু’বছরের শিশু পুত্র শান্ত বাড়িতে ছিল না। তবে কি জন্য সে আত্মহত্যা
করেছে তার সঠিক কারণ জানা যায়নি। এদিকে বৃহস্পতিবার বিকালে
বেদনা বিধূর পরিবেশে সদা হাসোজ্জ্বল ব্যবসায়ী অশোক রাহার শেষকৃত
গোপালপুর শ্মশানে সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে গোটা এলাকায়
শোকের ছায়া নেমে এসেছে।