সোহেল রানা,দিনাজপুর সংবাদদাতা:
দিনাজপুর জেলার ১৩টি উপজেলার ৩টি উপজেলার মোট ১৩জন নিখোঁজ হওয়ায়
তাদের সন্ধানে নেমেছে পুলিশ।গত দেড় বছরের এদের একজন ছাড়া সবারই
পরিবারের লোকজন তাদের সন্ধানের জন্য থানায় জিডি করে।নিখোঁজের পর তাদের
পরিবারের লোকজন সংশ্লিষ্ট বিষয়ে থানায় জিডি করলেও পুলিশ বিষটি তখন আমলে
নেয়নি।সম্পতি সময় দেশে জঙ্গী হামলা ঘটনায় পুলিশ তাদের সন্ধানে
নেমেছে।দিনাজপুর জেলা পুলিশের কর্মকতা মো:সিরাজুল ইসলাম জানান,নিখোঁজদের
ঘোডাঘাট উপজেলায় ১০ জন,খানসামা ২জন,এবং চিরিরবন্দরে ১জন
রয়েছে।ঘোডাঘাটে নিখোঁজ ১০জন হলেন,সাহেবগন্জ মাজারপাড়ার গ্রামের সাইদুর
রহমান(২২)কশিগাডি গ্রামের তরিকুল ইসলাম(১২) ও একই গ্রামের আখতারুল
ইসলাম(২৮)শ্যামপুর কলেজপাড়ার সুজন চন্দ্র(১৯)ঝৃষিঘাট গ্রামের সামিউল
ইসলাম(২৮)পশ্চিমপাডার ইব্রাহিম(২০)নন্দনপুরের আব্দুল হাদি(১৯)চেচুডিয়া
গ্রামের আমজাদ হোসেন(২৭)কলাবাড়ি গ্রামের সরওয়ার হোসেন(২০)ও বলোগাডি
গ্রামের কাশেম(২৮)তাদের সন্ধান চেয়ে ২০১৫সালের জানুয়ারী থেকে অক্টোবরের
মধৌ পরিবারের পক্ষো থেকে থানায় পৃথক ৩টি জিডি করেছে বলে ঐ কর্মকতা
জানান।খানসামা উপজেলার নিখোঁজ মধৌ রয়েছেন,সাদ্দাম(২১)এবংআশরাফুল(২৪)