হিলি সংবাদদতা:দিনাজপুরের হাকিমপুর উপজেলার ৩নং আলীহাট ইউনিয়ানের
হরিহরপুর বাজার থেকে কাদিপুর গ্রাম পযর্ন্ত প্রায় ১০০০ মিটার রাস্তা ১২
বছরে পাকাকরন করা হয়নি।এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার জানবাহন
চলাচল করে।রাস্তার মাঝে বিশেষ করে অনেক জায়গায় গর্ত দেখা যায়,যার কারনে
সাধারন মানুষের চলাফেরার সমস্যা ও বিঘন্ন সৃষ্টি হয়।কয়েক জন ভ্যান চালকের
সাথে কথা বললে তারা জানান,আমরা গরিব মানুষ,ভ্যান চালিয়ে আমাদের পেটে ভাত
জোগায়।আর যখন এই রাস্তায় ভ্যান চালায় তখন আমাদের অনেক সমস্যার সখ্মিন হতে
হই কখনো বা ভ্যানের ঝুডি ভেঙ্গে যায় আবার এক্সেল ভেঙ্গে যায়।আমরা এগুলো
ঠিক করার টাকা পাই না।তাই চেয়ারম্যান এবং এমপির কাছে আমাদের দাবী
রাস্তাটি পাকাকরন করে দিতে হবে ।তাই মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব শিবলী
সাদিক,দিনাজপুর-৬ দৃষ্টি আকর্ষন করে বলছি জনদূর্ভোগটির দূর করার
জন্য।এলাকাবাসী প্রায় অনেক দিন থেকে এই দাবি করে আসছিল।