এ.এইচ.মাহমুদুর রহমান (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘কিশোরীদের জন্য বিনিয়োগ আগামী প্রজন্মের সুরক্ষা’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়।২১/০৭/১৬ইং বৃহস্পতিবার এ উপলক্ষে কটিয়াদি উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, ভারপ্রাপ্ত প.প. কর্মকর্তা ও এম.সি.এইচ-এফ.পি ডা: হালিমা আক্তার, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: তপন কুমার দত্ত। বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান
ইদ্রিছ আলী, মাহাবুবুর রহমান বাচ্চু, আতাহার উদ্দিন ভূঞা, প: প: পরিদর্শক রাজীব কুমার সরকার প্রমুখ। পরে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী সুরাইয়া আক্তার খনম, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা জাহেদা আক্তার, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ কেন্দ্র মুমুরদিয়া, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ আচমিতা, শ্রেষ্ঠ এনজিও সূর্যের হাসি ক্লিনিক, শ্রেষ্ঠ উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার স্বপন ঘোষ, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নাজমুল হক, শ্রেষ্ঠ ফার্মাসিস্ট(রিপোর্টি) শাহাজাহান ও স্বাস্থ্য সহকারী মমতাজ বেগমের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেয়া হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এতে জনসাধারণ ও অংশগ্রহণ করে।