বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ঐক্যবদ্ধ থেকে জঙ্গিবাদ প্রতিরোধের ডাক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৮ জুলাই, ২০১৬
  • ২৮৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম: আন্দোলন-সংগ্রামের সূতিকাগার খ্যাত চট্টগ্রামের সর্বস্তরের প্রগতিশীল নাগরিকেরা ঐক্যবদ্ধ থেকে জঙ্গিবাদ প্রতিরোধের ডাক দিয়েছেন। নগরীর শহীদ মিনার চত্বরে সোমবার (১৮ জুলাই) সম্মিলিত প্রগতিশীল ফোরাম চট্টগ্রাম আয়োজিত ‘জাগ্রত চট্টগ্রাম’ শীর্ষক সমাবেশ থেকে এ ডাক দেওয়া হয়।

দেশব্যাপী পরিকল্পিত হত্যাকাণ্ড ও জঙ্গি তৎপরতা, ইমাম-পুরোহিত-বৌদ্ধভিক্ষু-ধর্মযাজক, লেখক-প্রকাশক হত্যা এবং ঢাকার গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

চট্টগ্রামের সর্বস্তরের মুক্তিযোদ্ধা, পেশাজীবী ও সংস্কৃতিকর্মীদের মোর্চা ‘সম্মিলিত প্রগতিশীল ফোরাম চট্টগ্রাম’র এ সমাবেশে প্রতিবাদী আবৃত্তি করেন সম্মিলিত আবৃত্তি জোট ও গণসংগীত পরিবেশন করেন মঞ্চ ও বেতার শিল্পী সংস্থার শিল্পীরা। সমাবেশ শেষে মোমবাতি জ্বালিয়ে বিশ্বব্যাপী জঙ্গি ও সন্ত্রাসী হামলায় নিহতদের শ্রদ্ধা জানানো হয়।

খ্যাতিমান সমাজবিজ্ঞানী ড. অনুপম সেনের সভাপতিত্বে ও নাট্যজন সাইফুল আলম বাবুর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দীন চৌধুরী, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোজ কান্তি সিংহ, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবুদ্দিন আহমেদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি কলিম সরোয়ার, নারীনেত্রী জেসমিন সুলতানা পারু, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার, প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, এইচএম সোহেল, আবিদা আজাদ, বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মো. শরীফ, আইনজীবী নেতা মুজিবুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী, সেক্টরস কমান্ডারর্স ফোরামের অ্যাডভোকেট বিকে বিশ্বাস, মালয়েশিয়া আওয়ামী লীগ সভাপতি ড. মাহমুদ হাসান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সুমন দেবনাথ, ছাত্রনেতা ইয়াছির আরাফাত, স্বাধীন বাংলা বেতারের শব্দসৈনিক সুজিত রায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যপরিষদ সদস্য ড. কুন্তল বড়ুয়া, সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সাধারণ সম্পাদক ফারুক তাহের প্রমুখ।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি খালেদ হেলাল, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নির্বাহী সদস্য শহীদুল করিম নিন্টু, মুক্তিযোদ্ধ‍া সংসদ কমান্ডের শরফুদ্দিন আহমেদ রাজু, কামরুল হুদা পাভেল, এম রবিউল ইসলাম, রেবা বড়ুয়া, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি অনুপ বিশ্বাস, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, চট্টগ্রাম বেতার ও টেলিভিশন শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক আলাউদ্দীন তাহের, চট্টগ্রাম মঞ্চ সঙ্গীতশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক কামরুল আজম চৌধুরী টিপু, ছড়াকার সংসদ চট্টগ্রামের সাধারণ সম্পাদক মোদাচ্ছের আলী, শব্দনোঙর আবৃত্তি সংগঠনের সভাপতি হাসান জাহাঙ্গীর, বোধন আবৃত্তি পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রণব চৌধুরী, মুক্তধ্বনি আবৃত্তি সংগঠনের সভাপতি মছরুর হোসেন, তারুণ্যের উচ্ছ্বাসের সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুরজিৎ দত্ত, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সঞ্চিতা দত্ত, কায়সারুল আলম, উত্তরাধিকার নাট্যদল সদস্য মোসলেম উদ্দীন শিকদার, দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451