রবিবার, ১২ মে ২০২৪, ০৫:১২ পূর্বাহ্ন

আপনার সাহায্যই ফিরিয়ে দিতে পারে একজন মায়ের জীবন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০১৭
  • ৪১৯ বার পড়া হয়েছে

 ” মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য”

দয়া করে কেউ এড়িয়ে যাবেন না এবং লাইক, কমেন্টস নয় সবাইকে শেয়ার করার জন্য অনুরোধ করছি। মানুষ হিসেবে আমাদের কিছু কর্তব্য আছে। আপনার আমার সবারই এমন বিপদ আসতে পারে) শিশু সন্তানদের জন্য বাঁচতে চান লাকী আক্তার । ছোট পর্দার নাট্যকার ও পরিচালক তাজুল ইসলাম শাহীনের ছোট বোন গুরুতর অসুস্থ হয়ে পিজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শাহীনের ছোট বোন লাকী ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তিনটি ছোট ছোট বাচ্চার মা লাকী আর্থিক অসচ্ছলতায় উন্নত চিকিৎসার অভাবে মৃত্যুর প্রহর গুনছেন। বোন সম্পর্কে তাজুল ইসলাম শাহীন বলেন, যে মানুষগুলোকে নিয়ে লাকী স্বপ্ন দেখত সুন্দর সংসারের, সেই তারা এত সহজে আশা ছেড়ে দিতে পারে? হাল ছেড়ে দিতে পারে? বিদায় জানিয়ে দিতে পারে? কিন্তু আমি পারছি না। কিভাবে পারব, আমি তো ভাই। আমার জীবনের বিনিময়ে হলে লাকীর সুস্থতা চাই। লাকীর আকুতি আমার কানে বাজে- ভাই আমারে বাঁচান, আমি বাঁচতে চাই। ৮ বছরের ভাগিনা ফোনে বলে- মামা আমাগো তো টাকা নাই তুমি আম্মুরে ভালো করে পাঠিয়ে দিও। কিন্তু আমি যে নিম্ন আয়ের মানুষ, নুন আনতে নিজের পান্তা ফুরায়। তাই নির্লজ্জের মতো অসহায় হয়ে সমাজের বিত্তবান, দানশীল হৃদয়বান মানুষের দারস্থ হয়েছি। সবার কাছে আমার আকুল আবেদন, ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছোট বোনের চিকিৎসার জন্য আর্থিক, মানসিক সহযোগিতার চাই। এই পর্যন্ত প্রায় দুই লাখ টাকা ব্যয় হয়েছে। কিন্তু অস্তিমজ্জা প্রতিস্থাপন করতে ৩০/৩৫ লাখ টাকা লাগবে। কোথায় পাবো এত টাকা? টাকা নাই বলে আমার বোনটা বাঁচাতে পারব না? আমার মত ভাই বেঁচে থেকে কি হবে? জানতেছি বোন আমাদের ছেড়ে চলে যাচ্ছে, কিছুই করতে পারছি না। ওর একটা বাচ্চা এখনো দুধ খায়। কতগুলো প্রাণের খুনি হবো আমি যদি না ছোট বোন লাকিকে বাঁচাতে না পারি। দয়া করে অসহায়ের সহায় হোন। একটি প্রাণের সাথে জড়িয়ে আছে আরো তিনটে প্রাণ। ইফতারের সময় লাকীর বাচ্চাদের এখনই কেউ ডাকে না, বাড়ির অন্যরা যখন যে যার মত ইফতার নিয়ে ব্যস্ত তখন উঠানে ছোট ছোট বাচ্চারা মা মা বলে কাঁদে। এখনই কেউ ওদের মুখে ইফতার তুলে দেয় না। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগে এফপি-২ বেডে ডা. অধ্যাপক লুৎফর কবিরের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। সাহায্য পাঠাবার ঠিকানা: বিকাশ নাম্বার- ০১৭৬৫-০০৫৪৭৮ (পারসোনাল) ব্যাংক অ্যাকাউন্ট: Tajul Islam Shahin Account Number: 114-101-146802 Dutch-Bangla Bank Limited Mohakhali Branch Dhaka. যে কোন প্রয়োজনে: শাহীন : ০১৭১২-২৭৪২৪৬, ০১৬৭৭-৪৩৮৭১৬ ।

এই সংবাদ মানবিক কারনে ,নিজ দায়িত্তে সাহায্য করবেন ।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451