রবিবার, ০৫ মে ২০২৪, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

যুক্তরাজ্যের নির্বাচনের সর্বশেষ ফলাফল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৯ জুন, ২০১৭
  • ২৮০ বার পড়া হয়েছে

 

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের সর্বশেষ ফল প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম বিবিসি। এই ফল অনুযায়ী টেরিজা মের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি ৩১৫টি আসন পেয়েছে। ২৬১ আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে জেরেমি করবিনের নেতৃত্বাধীন লেবার পার্টি।

এ ছাড়া স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) ৩৫, ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি (ডিইউডি) ১০, লিবারেল ডেমোক্রেটিক (লিব ডেম) পেয়েছে ১২ এবং গ্রিন একটি আসন পেয়েছে। আর স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে ১৩টি আসন।

ইউকেআইপি এ পর্যন্ত কোনো আসন পায়নি। এখনো চার আসনের ফল পাওয়া যায়নি।

এদিকে যুক্তরাজ্যের আগাম সাধারণ নির্বাচনে কনজারভেটিভ পার্টি সর্বোচ্চসংখ্যক আসন পেলেও কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

ফলে একটি ঝুলন্ত পার্লামেন্ট পেল যুক্তরাজ্য।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ১২টার পর যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। ভোররাত সাড়ে ৪টা পর্যন্ত প্রায় ৪০ হাজারের বেশি ভোটকেন্দ্রে টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এবারে ব্রিটিশ সাধারণ নির্বাচনে ভোট পড়েছে ৬৮ শতাংশ। প্রায় চার কোটি ৭০ লাখ মানুষ নিবন্ধিত ভোটার। ওয়েস্টমিনস্টার সংসদ হাউস অব কমন্সে ৬৫০ আসনে এমপি নির্বাচিত হচ্ছে।

এদিকে, মেয়াদ শেষ না হতেই আগাম নির্বাচনের ডাক দেওয়ায় টেরিজা মের কনজারভেটিভ পার্টির মধ্যে আলোচনা-সমালোচনা চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451