সেলিম হায়দার,তালা :
সাতক্ষীরার তালা উপজেলার কানাইদিয়া গ্রামের একই পরিবারের পানিতে
ডুবে রিয়াদ বিশ^াস (৭) ও রুপালী (৬) নামের দু’শিশুর করুন মৃত্যু হয়েছে।
গতকাল রবিবার বেলা ৩টার সময় এঘটনা ঘটে। শিশু দু’টি আপন চাচাত
ভাই বোন। তারা স্থানীয় একটি ইসলামী ফাউন্ডেশনে ১ম শ্রেণীর শিক্ষার্থী
ছিল।
এলাকাবাসী সূত্রে জানা যায়,রবিবার বেলা ৩টার সময় উপজেলার জালালপুর
ইউনিয়নের কানাইদয়া গ্রামের ইবাদুল বিশ^াসের পুত্র রিয়াদ বিশ^াস ও
মফিজুল বিশ^াস’র কন্যা রুপালী বাড়ির পাশে খেলা করার সময় সবার
অজান্তে পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় তাদেককে খুঁজতে
থাকে পরিবারের লোকজন। এসময় পুকুরে ভাসমান অবস্থায় তাদের লাশ দু’টি
দেখতে পেয়ে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে। এঘটনায় স্থানীয় জালালপুর
ইউপি চেয়ারম্যান,এম মফিদুল হক লিটু বিষয়টি নিশ্চিত করেছেন। শিশু
দু’টির অকাল মুত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।