বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
নাটোরের বড়াইগ্রাম উপজেলার লক্ষীচামারী পোস্ট অফিসের পোস্ট ই
সেন্টারের তিনটি ল্যাপটপ চুরি হয়েছে। শনিবার রাতের যে কোন সময় এ
ঘটনা ঘটে। চুরি যাওয়া ল্যাপটপগুলোর মূল্য প্রায় দেড় লাখ টাকা বলে জানা
গেছে।
এলাকাবাসী জানান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আওতায়
দেশের অন্যান্য পোস্ট অফিসের মত লক্ষীচামারী পোস্ট অফিসের পোস্ট ই
সেন্টারের জন্য তিনটি নতুন ল্যাপটপ দেয়া হয়। পোস্ট অফিসের নিজস্ব ভবন
না থাকায় মেরিগাছা বাজারে একটি টিনশেড দোকান ভাড়া নিয়ে দুজন
উদ্যোক্তা সেখানে পোস্ট ই সেন্টারের কাজ পরিচালনা করে আসছিলেন।
শনিবার রাতে কে বা কারা চালের টিন কেটে ঘরে ঢুকে তিনটি ল্যাপটপই
চুরি করে নিয়ে যায়।
লক্ষীচামারীর পোস্ট মাস্টার আলালউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে
জানান, এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
ল্যাপটপ চুরি