বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় সন্ত্রাসী হামলায় নিহত খ্রিষ্টান
ব্যবসায়ী সুনীল গমেজের নিহতের ৪০ দিন পর তার আত্মার শান্তি কামনায়
ধর্মীয় প্রথা অনুযায়ী যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে নিহত সুনীল গমেজের বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে
সুনীল গমেজের খুনীদের বিচারের দাবী জানিয়ে ও নিহতের পরিবারের প্রতি
সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা
বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। অনুষ্ঠানে তার ছোট ভাই
ফাদার প্রশান্ত গমেজ, ফাদার হারুণ হেমব্রম, ফাদার নবীন কস্তা ও ফাদার ওয়াল্টার
রোজারিও বিভিন্ন ধর্মীয় রীতি-নীতি পালন করেন। অনুষ্ঠানে নিহতের
আতœীয়-স্বজন ছাড়াও খ্রিষ্টান সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ
অংশ নেন।
কামনায় ধর্মীয় যজ্ঞানুষ্ঠান পালন