নারায়ণঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে শাহিন মিয়া (২২) নামে এক মাদক
ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ। শুবার ভোর রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের
পাড়াগাও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শাহিন মিয়া
পাড়াগাও এলাকার লিয়াকত আলীর ছেলে।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মস্তাফিজ রহমান জানান, শাহিন মিয়া
দীর্ঘদিন ধরে উপজেলার ভুলতা ভায়েলা, লাভরাপাড়া, পাড়াগাওসহ আশ্লপাশের এলাকায়
মাদক ব ̈বসা করে আসছে। শুμবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান
পরিচালনা করে মাদক বিμি করার সময় ৭০ পিছ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা
হয়েছে। গেধফতারক…তের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদধব ̈ নিয়ন্ত্রন আইনে মামলা
হয়েছে। গ্রেফতারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।