রূপগঞ্জ (নারায়নগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাহিমা আ৩ার (৫২)
নামে এক মাদক ব ̈বসায়ীকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছেন সহকারী কমিশনার
ভূমি ও ভ্রাম ̈মাণ আদালতের নির্বাহী ম ̈াজিষ্টেধট এস এম মাহফুজুর রহমান।
বুধবার বিকেলে এ দন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত রাহিমা আ৩ার উপজেলার তারাব
পৌরসভার নোয়াপাড়া এলাকার মানিক মিয়ার ̄¿ী।
রূপগঞ্জ থানার উপ্লপরিদর্শক (এসআই) এবি এম এস দোহা জানান, রাহিমা আ৩ার
দীর্ঘদিন ধরে নোয়াপাড়াসহ আশ্লপাশের এলাকায় মাদক ব ̈বসা করে আসছে।
বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক বিμি করার
সময় হাতেনাতে মাদক ব ̈বসায়ী রাহিমাকে তিন পিছ ইয়াবাসহ আটক করা হয়।
পরে তাকে ভ্রাম ̈মান আদালতে হাজির করা হয়। অভিযোগ প্রমানীত হওয়ায় আদালত ওই
মাদক ব ̈বসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তকে নারায়ণগঞ্জ
জেল হাজতে প্রেরন করা হয়েছে।
দক ব ̈বসায়ীর কারা