গুরুদাসপুর প্রতিনিধি.
ঈদ পুনর্মিলনী ২০১৬ উপলক্ষে নাটোরের গুরুদাসপুরের বিভিন্ন মসজিদের ঈমাম, হাফেজ-মাওলানা ও
গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে এক সন্ত্রাস-জঙ্গীবাদ বিরোধী র্যালী এবং আলোচনা সভা অনুষ্টিত
হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ঈদ
পুনর্মিলনী উপলক্ষে সোমবার বেলা ১১টার দিকে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন
শ্লোগানে একটি র্যালী পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোবারক হোসেন।
বিশেষ অতিথি অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস ছাড়াও স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন
গুরুদাসপুর শাখার ফিল্ড সুপারভাইজার এম নাজমূল হোসাইন ও ঈমামদের মধ্যে মাওলানা মো. শাহাদত
হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. মিজানুর রহমান, কুরআন তেলোয়াত করেন মাওলানা জাহাঙ্গীর
আলম এবং সবশেষে মুফতী মো. সাইদুর রহমান বিশেষ মোনাজাত করেন।
বক্তারা উপস্থিত ঈমাম, হাফেজ-মাওলানা ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের উদ্দেশ্যে সকল সন্ত্রাসী কর্মকান্ড এবং
জঙ্গীবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।