অনলাইন ডেস্কঃ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া অসুস্থ হয়ে পড়ে গেছেন।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলার শুনানির সময় সানাউল্লাহ মিয়া মাথা ঘুরে পড়ে যান। পরে উপস্থিত আইনজীবী ও সহকারী আইনজীবীরা তাঁকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করেন।
সানাউল্লাহ মিয়ার সহকারী আইনজীবী হান্নান ভূঁইয়া বলেন, ‘স্যার উচ্চ রক্তচাপ ও গ্যাসের সমস্যার কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার হাসপাতালে ভর্তি হতে বলেন। কিন্তু স্যার হাসপাতালে ভর্তি না হয়ে বাসায় এসে চিকিৎসা নিচ্ছেন।’
খালেদা জিয়ার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, অরফানেজ ট্রাস্ট, গ্যাটকো দুর্নীতি মামলাসহ একাধিক মামলার আইনজীবী হিসেবে কাজ করছেন সানাউল্লাহ মিয়া। তিনি ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।