অনলাইন ডেস্কঃ
শিক্ষার বাণিজ্য বন্ধ করতে হবে। বাণিজ্যকরণ শিক্ষা গুণগত মানকে ব্যাহত করে এবং অনেক ক্ষেত্রে মেধা বিকাশে বাধাগ্রস্থ করে বলে মন্তব্য করেছেন, রাষ্ট্রপতি এ্যাডভোকেট মোঃ আব্দুল হামিদ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, নজরুল আমাদের জাতীয় কবি। তার নামাঙ্কিত এই বিশ্ববিদ্যালয় কবির বিস্ময়কর সৃষ্টিশীল কর্ম প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে পারলেই তার প্রতি আমরা সত্যিকারার্থে শ্রদ্ধা নিবেদন করতে পারবো।
রাষ্ট্রপতি বলেন, এটি পাবলিক বিশ্ববিদ্যালয় হলেও নজরুলের কবিতা, গান, নাটকসহ সার্বিকভাবে তার সাহিত্যকর্ম নিয়ে গবেষণার উপর সর্বাধিক গুরুত্ব দেয়া উচিৎ।
তিনি বলেন, বিশ্ব পাঠশালার এক ধীমান সাহসী যোদ্ধা নজরুল। জীবন সত্য অন্বেষণে তিনি ছুটেছেন নিরন্তর। নজরুলের সাথে ত্রিশালের ছিল গভীর সম্পর্ক। নজরুল ত্রিশালকে দেখেছেন তীর্থস্থান হিসেবে।