শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

সিলেট কাষ্টমসের ব্যতিক্রমধর্মী হালখাতা উৎসবে ভ্যাট পরিশোধে ব্যাপক সাড়া

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭
  • ২৭৮ বার পড়া হয়েছে

 

আবেগ রহমান , সিলেট:

পুরনো ঐতিহ্যকে সামনে রেখে প্রথম বারের মত ঘটা করে ব্যতিক্রমী আয়োজনের

মধ্যদিয়ে সিলেট কাষ্টমস এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট’র হালখাতা উৎসব পালিত

হল। বকেয়া ভ্যাটের টাকা পরিশোধে কাষ্টমসের আহবানে ব্যাপক সাড়া

জাগিয়েছে ব্যবসায়ী মহলে।’ এ আহবানে সাড়া দিয়ে হালখাতা উৎসবে যোগ

দিতে আসা ব্যবসায়ীরা পহেলা বৈশাখে প্রায় ৭০ লাখ টাকার অধিক বকেয়া ভ্যাটের

টাকা পরিশোধ করেছেন।

জানা গেছে, হালখাতা উৎসব পালনের জন্য ব্যবসায়ীদের উদ্ভুদ্ধ করনে সিলেট

কাষ্টমস এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট অফিসের উদ্যোগে বৃহওর সিলেট বিভাগের

সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা সদর সহ প্রতিটি শুল্ক ষ্টেশনে

বেশ কিছু দিন ধরেই ব্যবসায়ীদের মধ্যে আমন্ত্রনপত্র ও প্রচার প্রচারণা চালানো

হয়।’

সিলেট কাষ্টমস এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট’র মেন্দিবাগস্থ কার্যালয়ের হলরুমে

১৪২৪ বাংলার পহেলা বৈশাখে শুক্রবার সকাল ১০ টায় হালখাতা উৎসবের আনুষ্ঠানিক

উদ্ভোধন করেন কাষ্টমস এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনার মো. মো. শফিকুল ইসলাম।

উদ্ভোধনের পর পরই ব্যবসায়ীদের কাষ্টমসের পক্ষ্য থেকে ঐতিহ্যবাহি মাটির পাত্রে

মিষ্টি , চিড়া- মুড়ি, দই- রসালো গুড় দিয়ে আপ্যায়ন করানো হয়।’

হালখাতা উৎসবে ব্যবসায়ীরাও সাড়া দিয়ে ভ্যাটের বকেয়া পাওনা প্রায় ৭০ লাখ

টাকা ওদিনই পরিশোধ করেন। এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় রাজস্ব কর্মকর্তা

আশীষ রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উৎসবের উদ্যোক্তা

সিলেট কাষ্টমস এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনার মো. শফিকুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এডিশনাল কমিশনার মো. রাশেদুল আলম, যুগ্ন

কমিশনার মো. নিয়ামুল ইসলাম, সিলেট সদর ডিভিশনের কর্মকর্তা মো.

সাজেদুল হক, বিটিভির অনুষ্ঠান পরিকল্পনাকারী সাংবাদিক মঞ্জুরুল আমিন দুয়েল,

সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি এমদাদ হোসেন, সিলেট

চেম্বারর্স অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টির পরিচালক মো. শিপার আহমদ প্রমুখ।’

পহেলা বৈশাখের হালখাতা উৎসবে সিলেট কাষ্টমস এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট

অফিসের হলরুমে সিলেটের লোকজ ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে বাউল শাহ

আবদুল করিম, মরমী কবি ও সাধক পুরুষ হাসন রাজা, দুর্বিন শাহ, রাধা রমন দও,

বাউল আরকুম শাহর গান পরিবেশন করেন বেতার টিভির খ্যাতনামা স্থানীয় সঙ্গীত

শিল্পীগণ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451