ঢাকা: শোলাকিয়ায় ঐতিহাসিক ঈদগাহ ময়দানের প্রবেশপথে জঙ্গি হামলার পর নিরাপত্তাজনিত কারণে ঈদ জামাতে ইমামতি করা হয়নি আল্লামা ফরিদউদ্দীন মাসউদের।
বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে কিশোরগঞ্জ স্টেডিয়ামে যান তিনি। সেখান নামতেই বিকট শব্দ শুনতে পান তিনি।
এসময় নিরাপত্তা স্কট দিয়ে আল্লামা মাসউদকে নিয়ে যাওয়া হয় স্থানীয় সার্কিট হাউজে। সেখানে তিনি অবস্থান করেন। নিরাপত্তা বিবেচনায় আল্লামা মাসঊদকে ঈদগাহে না যাওয়ার পরামর্শ দেয় পুলিশ প্রশাসন।
ঈদ জামাতে বিকল্প ইমাম হিসেবে ঈদ জামাতে ইমামতি করেন মাওলানা আবদুল রওফ বিন শোয়াইব।