বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মিরসরাইয়ে হামলায় আহত ১, থানায় অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭
  • ১৭৮ বার পড়া হয়েছে

 

মিরসরাই প্রতিনিধি:

মিরসরাইয়ে হামলায় এক ব্যক্তি আহত হয়েছে। আহত ব্যক্তির নাম

কামাল উদ্দিন (৬২)। তিনি উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের

পশ্চিম হিঙ্গুলী গ্রামের মৃত শফি উল্ল্যাহর পুত্র। এই ঘটনায়

জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

জোরারগঞ্জ থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭

এপ্রিল কামাল উদ্দিনের উপর হামলা করে তারই প্রতিবেশী পশ্চিম

হিঙ্গুলী গ্রামের জসিম উদ্দিন ও মোশাররফ। কিছুদিন যাবত

এলাকায় বৈদ্যুতিক খুঁটি বসানোর কাজ চলে আসছিল। কামাল

উদ্দিনের বাড়ির উপর দিয়ে বৈদ্যুতিক তার সঞ্চালন করার ফলে বাড়ির

লোকজনের ক্ষতি হওয়ার আশঙ্কায় তিনি গত ১৬ এপ্রিল সীতাকুন্ড

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি বরাবরেও একটি অভিযোগও দায়ের

করেন। অভিযোগ দেওয়ারপরও পল্লী বিদ্যুতের কর্মীরা খুঁটি

বসানোর কাজ করার সময় তিনি বাধা দেন। বাধা দিলে জসিম

উদ্দিন ও মোশাররফ হঠাৎ চড়াও হয়ে কামাল উদ্দিনকে মারধর করে।

হামলায় তিনি আহত হয়ে প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছেন।

কামাল উদ্দিন বলেন, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩

সীতাকুন্ডের আওতায় মিরসরাই জোনালের বারইয়ারহাট

সাবজোনাল অফিসের আওতাধীন মাষ্টার প্ল্যানের প্যাকেজভূক্ত নতুন

বিদ্যুৎ সংযোগ লাইন নির্মানের করা হচ্ছে। বিদ্যুৎ লাইন

নির্মাণ করার ফলে আমার মালিকানাধীন মূল্যবান জমি, বসতবিটা

ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। কিন্তু আমার কোন পুত্র সন্তান নেই।

এই সম্পদ দিয়ে যতদিন বেঁচে আছি ততদিন সম্পত্তি নির্ভর

অর্থ উপার্জন।

জোরারগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শহিদ উল্ল্যাহ

জানান, আমি কামাল উদ্দিনের লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল

পরিদর্শন করেছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451