সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ
কেন্দ্র দখল, ভোটদানে বাঁধা প্রদান ও জালভোট দেয়ার অভিযোগ এনে সিরাজগঞ্জের সলঙ্গার ঘুড়কা ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল হুদা নির্বাচন বর্জন করেছেন।
রোববার দুপুর দেড়টার দিকে ঘুড়কা বাজারে এক সংবাদ সম্মেলনে তিনি এ নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
এসময় তিনি বলেন, সরকার দলীয় প্রার্থী জিল্লুর রহমান সরকারের সমর্থকরা বিএনপি সমর্থতিদের ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাঁধা দিচ্ছে। এছাড়াও কেন্দ্র দখল করে জালভোটের উৎসব চালিয়েছে সরকার দলীয় প্রার্থীর সমর্থকেরা। বিভিন্ন কেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকের এজেন্টদেরও বের করে দেয়া হচ্ছে। এসব কারণে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হচ্ছি। এ সময় তিনি অবিলম্বে নির্বাচন বাতিলের দাবি জানান।
প্রসঙ্গত সলঙ্গার ঘুড়কা, শাহজাদপুরের সোনাতানি ও বেলকুচির রাজাপুর ইউনিয়নের ১টি ওয়ার্ডে রোববার সকাল ৮টা ভোটগ্রহণ চলছে।