বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা:
বড়াইগ্রামে শনিবার দিনব্যাপী বাল্য বিবাহ প্রতিরোধ শীর্ষক কর্মশালা
অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত কর্মশালায় ইউএনও
ইশরাত ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা
প্রশাসক শাহিনা খাতুন। বিশেষ অতিথি হিসাবে স্থানীয় সরকার
বিভাগের উপ-পরিচালক ড. একেএম আজাদুর রহমান, উপজেলা চেয়ারম্যান
ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, মেয়র কেএম জাকির হোসেন, স্বাস্থ্য
কর্মকর্তা ডা. আর কে দত্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুল
হাকিম, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা পারভীন ও ওসি শাহরিয়ার খান বক্তব্য
রাখেন। এ সময় উপজেলার প্রায় ৩৫ হাজার ছাত্রীকে জন্ম তারিখ ও ১৮ বছর
পূর্ণ হওয়ার তারিখ সম্বলিত লালকার্ড দেয়ার সিদ্ধান্তসহ বাল্য বিয়ের কারণ ও
প্রতিকার বিষয়ে আলোচনা হয়। সেমিনারে জনপ্রতিনিধি, ইমাম, শিক্ষা
প্রতিষ্ঠান প্রধান, কাজী, পুরোহিত, শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীমহলের
প্রায় ৬ শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।