রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে লাল সবুজ বাস যাত্রীকে মারধরের চাঞ্চল্যকর ঘটনায় দুই জন গ্রেপ্তার অবৈধ সম্পদ অর্জন সাবেক এমপির এপিএস অচীন কুমার দাসের দুই কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের চীনের সাথে জোরালো আলোচনা চলছে শ্রীঘ্রই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। কুড়িগ্রামে উপদেষ্টা  সৈয়দা রিজওয়ানা হাসান” তালায় দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে সমবায় সদস্যদের মাঝে চেক বিতরণ তালায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অধিকাংশ ব্যাটারিচালিত অটোরিকশা চালক কি আসলেই চালক? নাকি অন্য কোন এলাকার ফেরারি সন্ত্রাসী? বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলে ইলিশের সুবাস: এক ট্রলারে ৬৫ মণ মাছ, বিক্রি ৩৯ লাখ ৬০ হাজার টাকা তালপাতার পাঠশালা ২১ বছর ধরে শিশুশিক্ষায় জ্ঞানের আলো ছড়াচ্ছেন ‘পন্ডিত মহাশয়’ কালিপদ বিশ্বাস খুলনা-পাইকগাছা সড়কের তালা উপ-শহরের বেহাল দশা, জনভোগান্তি চরমে বাগেরহাটে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’ বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শ্রীনগরে খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭
  • ১৪৪ বার পড়া হয়েছে

মোঃ আহসানউল্লাহ হাসান:
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া বাজার সংলগ্ন খালে অবৈধ ভাবে বালু ভরাট করে পাকা ভবন নির্মানের কাজ শুরু করে দিয়েছে স্থানীয় আওয়ামীলীগের ভুমিদস্যুরা।ইউনিয়ন ভূমি অফিসের নাকের ডগায় বসে প্রভাবশালী ভূমি দস্যু হাজী অদুত,হাজী মাবুদ ও হাজী হারুন-অর-রশিদ কোলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নেছারউল্লাহ সুজনের শেল্টারে ভূমিদস্যুরা অবৈধ ভাবে খাল দখল করে বালু ভরাটের মাধ্যমে পাকা স্থাপনা নির্মানের কাজ শুরু করেছে বলে অভিযোগ উঠেছে।এতে এক দিকে যেমন কোটি কোটি টাকা মুল্যমানের সরকারী খালের জমি ভুমিদস্যুদের দখলে চলে যাচ্ছে,অপরদিকে ওই খাল দিয়ে পানি ঢুকতে না পারায় বিস্তৃর্ণ ফসলি জমির ফসল উৎপাদন পানির অভাবে ব্যহত হচ্ছে।আবার পানি সরতে না পারায় কোথাও কোথাও জলাবদ্ধতার সৃস্টি হয়েছে।সুত্র জানায়,শ্রীনগর ভূ‌মি অ‌ফি‌সের পিয়ন মনজুরুল ইসলাম মন্জু সহকারী ক‌মিশনা‌রের নাম ভা‌ঙ্গি‌য়ে মোটা অং‌কের টাকা গ্রহন ক‌রে ভূ‌মিদস্যু চক্র‌কে বালু ভরা‌টের অনুম‌তি প্রদান ক‌রে।সরেজমিনে দেখা গেছে,পদ্মা নদী সংযোগ এ খালটি দিয়ে কোলাপাড়া, কবুতর খোলা,হাতার পাড়া,রাঢ়ীখাল সহ আশপাশের ফসলি জমিতে পানি সরবরাহ হয়ে থাকে।শুষ্ক মৌসুমে নিচু জমির পানি  কোলাপাড়া বাজারের বৃহত্তম এ খাল দিয়ে নেমে যায়।বর্ষা মৌসুমে নৌকা ও ট্রলারে করে পন্যদ্রব্য পরিবহন করা হয়।তাছাড়া  পদ্মার সংযোগ থাকায় এ খালের পানির সাথে পুকুর ও ডোবায় প্রবেশ করে বিভিন্ন প্রজাতির মাছ।কৃষি কাজে
এখালের পানি অত্যন্ত প্রয়োজনীয়।স্থানীয়দের সাথে কথা বলে জানা-যায়, প্রায় ৯ শত একর জমিতে ফসল ও মৎস্য উৎপাদনে এখাল টি প্রাচীনকাল থেকে ব্যবহার করে আসছে স্থানীয় জনগন। অথচ বিগত কয়েক মাস ধরে কোলাপাড়া বাজারের পশ্চিম পাশে অবস্থিত জামানিয়া মাদানিয়া মাদ্রাসার দক্ষিন পাশে খালের অন্তত ৫ একর জায়গায় স্থানীয় চেয়ারম্যান হাজী নেছারউল্লাহ সুজনের নেতৃত্বে প্রভাবশালী আওয়ামীলীগ নেতা ভুমি দস্যু হাজী মাবুদ বাহিনী বালু ভরাটের কাজ শুরু করেছে।ফলে কালভাটের মুখ বন্ধ হয়ে গেছে।এছাড়া  ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিসের নাকের ডগায় বসে কালভাটের মুখে খাল দখল করে ভুমিদস্যুদের  বালু ভরাটের বিষয়ে কর্তপক্ষের কোন পদক্ষেপ না থাকায় স্থানীয় জনমনে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।গত কয়েক মাস ধরে স্থানীয় প্রভাবশালীরা খালে বালু ভরাট করে স্থাপনা নিমার্নের কাজ কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করে বসে আছে।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েক জন এলাকাবাসী জানায়, শুস্ক মৌসুমে পানির সংকট প্রকট ভাবে দেখা দেয়।সেচ কাজে কৃষকেরা সময় মত পানি পাচ্ছেনা।সেচের অভাবে কৃষকেরা দিশেহারা হয়ে পড়ছে।বিকল্প ব্যবস্থায় কৃষকেরা আবাদী জমিতে পানি দেওয়ার চেস্টা করছে।বালু ভরাট করে স্থাপনা নির্মানের ব্যপারে হাজী মাবুদ, হাজী অদুত ও হাজী হারুন-অর-রশিদ এর কাছে জানতে চাইলে তারা প্রত্যেকে বলেন,তারা তাদের ক্রয় করা সম্পত্তিতে বালু ভরাট করছেন।জানা গেছে,স্থানীয়রা খালে বালু ভরাটের দৃশ্য ক্যামেরায় বন্ধি করার পর থেকে ভুমিদস্যরা অধিক শ্রমিক নিয়োগ করে দ্রুতগতিতে ভরাট কাজ চালিয়ে যাচ্ছে।এব্যপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী নেছার উল্লাহ সুজন এর কাছে জানতে চাইলে তিনি বলেন,যারা খাল ভরাট করছে তাদেরকে আমি চিনি না,এমন ঘটনা আমি শুনি নাই।উপ-সহকারি ভূমি কর্মকর্তা ফায়েজুল ইসলাম এর কাছে জানতে চইলে তিনি বলেল,অল্প কয়েক দিন ধরে আমি এখানে চাকুরিতে যোগদান করেছি।তাই ,খাল দখল করে বালু ভরাট বিষয়ে আমার জানা-নেই।খালের বিভিন্ন স্থানে ভরাটকৃত বালু অপসারন করে জলাবদ্ধতা দুরীকরন সহ পন্যদ্রব্য পরিবহন ও নিচু জমির পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451