বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্র পোড়া মবিল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল মঙ্গলবার গভীর রাতে মোটরসাইকেলে আসা কয়েক যুবক পোড়া মবিল দিয়ে দেয়ালচিত্রের কয়েকটি জায়গা নষ্ট করে দিয়ে দ্রুত পালিয়ে যায় বলে জানান চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল হুদা।
এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। নিরাপত্তার জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ নিয়োজিত করা হয়েছে।
আগামী শুক্রবার সারা দেশে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপিক হবে।