ডেস্ক: দেশটির ক্রিকেট ফেডারেশন জানিয়েছে সাম্প্রতিক সময়ে শরণার্থীদের প্রবেশ বেড়ে যাওয়ার পর থেকে সেখানে ক্রিকেট খেলা জনপ্রিয় হয়ে উঠছে।
জার্মানিতে ক্রিকেট খেলা কখনোই জনপ্রিয় ছিল না।
কিন্তু গত তিন বছরে জার্মানিতে নিবন্ধিত ক্রিকেটারের সংখ্যা পনেরোশো থেকে বেড়ে এখন পাঁচ হাজার হয়েছে।দেশটিতে পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা শরণার্থীরাই এই সংখ্যা বাড়িয়ে দেয়ার মূল কারণ।
আর এই বিষয়টিকে শরণার্থীদের জন্য একটি ইতিবাচক দিক বলে উল্লেখ করেছেন জার্মানির কর্মকর্তারা।