গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুর
উপজেলার গঙ্গারামপুরে পিকআপ ভ্যান উল্টে তিনজন নিহত
হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জ-
টেকেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ভোলা
জেলার কন্দকপুর গ্রামের দুলাল ব্যাপারী (৫০), একই গ্রামের
গিয়াস উদ্দিন (২৮) এবং রামদাসপুর গ্রামের বিল্লাল মাঝী
(৪৫)।
মুকসুদপুর উপজেলার জলিরপাড় পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক
(এস আই) শাহ জামাল জানান, ওই তিনজন পিকআপ ভ্যান
নিয়ে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মাছের রেণু
নামিয়ে ভোলায় ফিরছিলেন। পথে গঙ্গারামপুরে এসে
নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি উল্টে যায়। এতে
গাড়িটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুলাল ও বিল্লাল
নিহত হন। এ সময় গুরুতর আহত হন গিয়াস উদ্দিন। এ
অবস্থায় গিয়াস উদ্দিনকে উদ্ধার করে মাদারীপুর জেলার
রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে
মৃত ঘোষণা করেন।
এস আই আরো জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না
তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো
হয়েছে।