গোলাম-সারোয়ার,নওগাঁ প্রতনিধি: সাপাহার উপজেলার কলমুডাঙ্গা ও হাপানিয়া
সীমান্তেবর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে
প্রায় ১৩লক্ষ ২০ হাজার টাকা মুল্যের ১৭টি ভারতীয় গবাদী পশু আটক করেছে।
সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে গতকাল সকাল ৯টার দিকে কলমুডাঙ্গা
বিজিবি ক্যাম্পের কর্মকর্তা নায়েক সুবেদার আনোয়ার হোসেন
গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ সীমান্তবর্তী মাসনাতলা
এলাকার বিল থেকে পরিত্যাক্ত অবস্থায় ভারতীয় ৮টি গরু আটক করে যার
আনুমানিক মুল্যে ৪লক্ষ ৩০ হাজার টাকা। অপর দিকে ওই দিন ভোর ৪টার
দিকে উপজেলার হাপানিয়া সীমান্তের যুগীডাঙ্গা এলাকা থেকে
হাপানিয়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আলিয়ার রহমান অভিযান
চালিয়ে চোরাপথে নিয়ে আসা ভারতীয় ৬টি মহিষ ও ৩ টি গরু আটক
করে আনুমানিক মুল্যে ৮লক্ষ ৪০ হাজার টাকা। আটককৃত গরু ও মহিষের
আনুমানিক মুল্যে ১৩লক্ষ ২০ হাজার টাকা।