এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :
অভিযোগে জানা গেছে, ঘটনার দিন অত্র বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি আব্দুল হালিম বাদশার অনুপস্থিতিতে তার সম্পর্কিত শ্যালক বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন রুনু সভাপতির দায়িত্ব পালন করছিল।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জসিম উদ্দীন সঞ্চালনের দায়িত্বে ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিনি অনুষ্ঠানের বিষয়ে উপস্থিত দর্শকদের মতামত নিচ্ছিলেন।
আর এ নিয়ে তার সাথে রুনরু সামান্য বচসা হয়। এতে জাহাঙ্গীর হোসেন রুনু ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক মারপিট করে আহত করে। উপস্থিত দর্শক আহত শিক্ষককে তার কবল থেকে উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় শিক্ষক জসিম উদ্দীন বাদি হয়ে মোরেলগঞ্জ থানা ও উপজেলা শিক্ষা অফিসারের বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন।