বাংলার প্রতিদিন ঃ রাজধানীর গুলশানের নর্দা এলাকায় একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় ১৪ জন দগ্ধ হয়েছে। সোমবার বিকাল ৫টার দিকে কালাচাঁদপুর এলাকার ওই সেলুনে বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে বলে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান।
এসময় তিনি বলেন, সন্ধ্যার পর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, মেহেদী মাহবুদ রতন (৩৮) এবং তার ছেলে রাকিন (১১) ও রাফিন (৮), সেলুন কর্মচারী মো. মনজিল (১৯), আব্দুল মনজিল, মেহেদী মাসুদ (৩০), রুবেল (২০), তারিকুল ইসলাম (২৯), মো. সাদ্দাম হোসেন (২৪), খন্দকার জান্নাতুল ফেরদৌস (৩৪), শাকিল আহমেদ (১৭), মো. জুলহাস (২৮), মনিরুজ্জামান (২৭) ও মজিবুল রহমান (৪৫)।
তারা সবাই দগ্ধ এবং তাদের মধ্যে সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত পোড়া রোগী রয়েছে বলে জানান বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল।