গোপালগঞ্জ প্রতিনিধি : মানুষ মানুষের জন্য জীবন
জীবনের জন্য একটু সহানুভুতি কি মানুষ পেতে পারে না
ফুট ফুটে চেহারা নাম রাকিব জটিল রোগে আক্রান্ত।
জন্মেও পর পরই রাকিবের পেটে ২টি বড় টিউমার ধরা
পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন দ্রুত অস্ত্রোপ্রচার
করা না হলে বড় ধরনের ক্ষতি হতে পারে। কিন্তু একে একে ১
বছর পেরোলেও অস্ত্রোপ্রচারের জন্য প্রয়োজনীয় টাকার
জোগাড় করতে পারেননি রাকিবের দরিদ্র বাবা মো: খলিল
খান। রাকিব পরিবারের সবার সামনে ধীরে ধীরে শেষ পরিণতির
দিকে এগোচ্ছে যা দেখে গোপনে চোখের পানি ফেলছেন
শিশু রাকিবের পরিবারের সদস্যরা। তাদের যেন কিছুই করার
নেই।
গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নের কাঠি পূর্ব
গ্রামে শিশু রাকিবের পরিবারের বসবাস। বাবা খলিল খান
একজন কৃষক ও অবসর সময়ে ভ্যান চালান। দুই মেয়ে, ৩
ছেলে ও স্ত্রীকে নিয়ে ৭ জনের সংসার। অন্যের বাড়ি ফ্রিতে
থাকেন তিনি। নিজের বলতে সামান্য ভিটা বা জমিও নেই
রাকিবের বাবার যে তা বিক্রি করে সন্তানের চিকিৎসা
করাবেন।
গোপালগঞ্জ সদর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা:
অনুপ কুমার বলেন, শিশুটির দ্রুতই অস্ত্রোপচার প্রয়োজন।
যত সময় যাবে ততই ঝুঁকি বাড়বে। বর্তমানে যে অবস্থা
আছে তাতে অস্ত্রোপ্রচার করা হলে তাকে বাঁচানো
সম্ভব। এ জন্য দুই থেকে আড়াই লাখ টাকা দরকার।
বর্তমানে ১ বছর বয়সী রাকিব শুধু ওষুধ খেয়েই বেঁচে
আছে। এমন ফুটফুটে একটা শিশু চিকিৎসার অভাবে মারা
যাবে এমনটি হতে পারে না।
রাকিবের বাবা খলিল খান তার ছেলের চিকিৎসার জন্য
সমাজের বিত্তবানদের প্রতি সহায়তায় দানে এগিয়ে
আসার আহ্ধসঢ়;বান জানান শিশুটির অভাগা বাবা খলিল খান।
যোগাযোগ: খলিল খান (রাকিবের বাবা) মোবাইল-০১৯৫২-
৫১৮০৮২। বিক্যাশ নম্বর : ০১৯৬১-২৬৮১১৮।