ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় ক্ষুদ্র ও প্রান্তিক
চাষীদের মাঝে বিনামূল্যের বীজ, রাসায়নিক সার, সেচ ও আগাছা দমন সহায়তা বিতরণের শুভ
উদ্বোধন করা হয়েছে।
৫ এপ্রিল বুধবার বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ ও কৃষি সম্প্রসারণ
অধিদপ্তররের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল মালেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হামিদ এ বিতরণের উদ্বোধন করেন। এসময়
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি বাবু নির্মল কুমার ঘোষ,
উপজেলা আ.লীগের সহসভাপতি আব্দুল খালেক চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র
সরকার, থানা ওসি মাজহার ইসলাম, নজিপুর পৌর আ.লীগের সভাপতি শহিদুল আলম বেন্টু, উপজেলা
আ.লীগের অন্যতম সদস্য আবুল কালাম আজাদ (অরুণ), উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ
কর্মকর্তা এসএম আব্দুল বাতেন, এসএপিপিও রেজাউল করিম, এসএএও বিমল চন্দ্র প্রামাণিক,
নজিপুর প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, নজিপুর প্রেস ক্লাবের সাংগঠনিক
সিয়াম সাহারিয়া প্রমুখ।
কৃষি সম্প্রসারণ অফিস সুত্রে জানা যায়, খরিপ-১/২০১৭- ১৮ মৌসুমে উফশী আউশ ও নেরিকা
আউশ ধান চাষ বৃদ্ধির প্রণোদনা কর্মসূচির আওয়তায় বিনামূল্যে উপজেলার মোট ১হাজার ২০ জন
ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে প্রতি জনকে বীজ ৫কেজি, ইউরিয়া ২০কেজি, ডিএপি ১০কেজি,
এমওপি ১০কেজি ও ৪শ টাকা করে প্রদান করা হয়।