সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
মৎস্য ভান্ডার খ্যাত চলনবিলের নদ-নদী, জলবায়ু রক্ষা এবং জীববৈচিত্র্য ও পরিবেশ
সংরক্ষণে নাটোরের সিংড়ার চলনবিল এলাকা পরিদর্শন করেছেন বরেন্দ্র
বহুমূখী উন্নয়ন প্রকল্পের চেয়ারম্যান ও সাবেক এমপি ড. আকরাম হোসেন
চৌধুরী। সোমবার সন্ধ্যা ৬টায় চলনবিলের বিভিন্ন খালসহ ডাহিয়া ও
সাতপুকুরিয়া এলাকা পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন,
বরেন্দ্র উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান খান, সহকারী
প্রকৌশলী আবুল কালাম আজাদ, ডাহিয়া ইউপি চেয়ারম্যান এমএম আবুল
কালাম, ইটালী ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা
কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সিংড়া উপজেলা প্রেসক্লাব
ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম
প্রমূখ।
পরে চলনবিলের ঐতিহ্যবাহী পীর ঘাসী দেওয়ানের মাজার পরিদর্শন শেষে
এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বরেন্দ্র এর চেয়ারম্যান ড. আকরাম হোসেন
চৌধুরী বলেন, পরিকল্পিতভাবে চলনবিলের নদ-নদী, খাল খনন সহ একটি ইকো
পার্ক স্থাপন করা হলে এই এলাকার পরিবেশ সংরক্ষিত হবে। এছাড়া জলবায়ু
রক্ষায় বৃক্ষ রোপন কর্মসূচী ও ফসল বহুমূখীকরণের উপর গুরুত্ব দেন
তিনি।