স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
পুলিশের রাতভোর অভিযানে মটর সাইকেল চোর সেন্টিগেটের সদস্য ও ভারতীয়
অবৈধ মটর সাইকেল বিক্রেতা জসীম উদ্দীন (৩০) কে আটক করা হয়েছে।
পুলিশে হাতে আটক জসমী উদ্দীরে স্বীকারোক্তিতে একটি পালসার মটর
সাইকেলসহ ৫টি মটর সাইকেল উদ্ধার করা হয়েছে।
থানা সুত্রে জানাগেছে, কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার
এএসপি রেজাউল করিম, মহেশপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল
ইসলাাম বিপ্লব, এসআই শামছুল আলম ও এসআই নাজমুল হক গতকাল
সোমবার ভোররাতে মহেশপুর উপজেলার খালিশপুর-কালীগঞ্জ সড়কের কালিদাড়ী
নামক স্থানে একটি কালো- লাল রঙের ১৫০ সিসি পালসার মটর সাইকেলসহ
চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বালিহুদা গ্রামের ওমর আলীর ছেলে
জসীম উদ্দীনকে আটক করা হয়।
পরে সকালে তার স্বীকারোক্তির ভিত্তিতে আরও ৪টি মটর সাইকেল উদ্ধার করা
হয়েছে বলে জানান এসআই সামছুল আলম। মহেশপুর থানা অফিসার
ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব জানান, দীর্ঘদিন ধরে মহেশপুর উপজেলার
বিভিন্ন স্থান থেকে চুরি যাওয়া মটর সাইকেলগুলো জসীম উদ্দীনসহ তার দলের
সদস্যদের মাধ্যমে বিভিন্ন স্থানে পাচার হয়ে আসছিল। শুধু তাই না ভারতের
তার কাটার বেড়া কেটে রাতের অন্ধকারে এই চোর সেন্টিগেটের সদস্যরা
ভারত থেকে চোরাই পথে বিভিন্ন ধরনের মরট সাইকেল নিয়ে এসে ব্যবসা
করে আসছিল। এঘটনায় সোমবার দুপুরে মহেশপুর থানায় একটি মামলা
হয়েছে।