শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে আহত ৩০

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৩ এপ্রিল, ২০১৭
  • ১৯৮ বার পড়া হয়েছে

 

মিরসরাই প্রতিনিধি:

মিরসরাইয়ে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের

পার্শ্বের পুকুরে পড়ে ৩০ যাত্রী আহত হয়েছে। সোমবার (৩ এপ্রিল)

সকাল ১০ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১২ নম্বর

খৈয়াছড়া ইউনিয়নের মির্জাপাড়া এলাকায় চট্টগ্রাম থেকে

ছেড়ে আসা বসুরহাট এক্সপ্রেসের বেপরোয়া গতির একটি বাস

নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়।

এতে ঐ বাসে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়। অপরদিকে দুপুর ১১

টার সময় মহাসড়কের মিরসরাই সদরের দক্ষিনে ফেনাফুনী বাদামতলী

এলাকায় ইটের পিকআপ উল্টে চালক ও সহকারী আহত হয়।

দুর্ঘটনায় আহত বাসযাত্রীরা হলো খালেদা আক্তার (৪২), মোজাম্মেল

হোসেন মাহী (১২), রাজিব হোসেন (১৮), ফারুক হোসেন (৩০),

আল ফাহিম (৪), আল নাহিন (১০), মায়মুনা আক্তার (৩৫), ফিরোজ

আলম (৬৫), সোহেল (২৪), আব্দুল মোতালেব (৩৫), হাজী ওহীদুল্লাহ

(৬৫), আমেনা আফরোজা বেগম (৫০), আজিজুল হক (৪৫), রফিকুল

ইসলাম (২৬), খাদিজা আক্তার (৬০), নুরুল মোস্তফা (৭৫)।

আহতদেরকে উপজেলা সদরের মাতৃকা হাসপাতাল ও মিরসরাই সেবা

আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এছাড়া অজ্ঞাত ১৪ জনকে উপজেলার বিভিন্ন হাসপাতালে

প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) স্থানান্তর করা হয়

গুরুতর আহতদেরকে। অপরদিকে দুপুর ১১ টার সময় ফেনাফুনী

বাদামতলী এলাকায় পিকআপ দুর্ঘটনায় আহত হয় পিকআপ চালক

মোহাম্মদ জুয়েল (৩৫), পিকআপের সহকারী মোহাম্মদ মনসুর

(৩২)। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে

ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় আহত বাসযাত্রী নুরুল মোস্তফা (৭৫) জানায়, বাসটি

চট্টগ্রাম শহর থেকে বসুরহাটের উদ্দেশ্য রওনা হয়। ১০ টার দিকে

হঠাৎ মিরসরাই ফিলিং স্টেশনের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে

উল্টা দিকে ঘুরে মহাসড়কের পাশের পুকুরে পড়ে যায়।

জোরারাগঞ্জ চৌধুরীহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ

(এসআই) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বসুরহাট এক্সপ্রেসের

বাসটি বেপরোয়া গতি ছিল। এতে প্রায় ৩০ জন যাত্রী আহত

হয়েছে। আহতদের উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা

দেওয়া হচ্ছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে ফাঁড়িতে আনা

হয়েছে।

অপরদিকে দুপুর ১১ টার সময় মহাসড়কের বাদামতলী এলাকায় একটি

ইটবোঝাই পিকআপ উল্টে ২ জন আহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451